মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হাসপাতাল চালু না হওয়ায় রুল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু না হওয়ার কারণ জানতে রুল জারি করেছেন হাই কোর্ট। হাসপাতালের কার্যক্রম কেন চালু করা হচ্ছে না তার প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরে দাখিল করা দরখাস্ত ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করা হয়েছে। হাই কোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ গতকাল এ রুল জারি করেন।

 

সর্বশেষ খবর