শিরোনাম
বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পিঠা উৎসব ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জয়পুরহাট প্রতিনিধি

কুয়াশাচ্ছন্ন সকালে বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে শ্রেণিকক্ষে আসে পাঠ শিখতে। গতকাল তাদের কাঁধে কোনো ব্যাগ ছিল না। ছিল না বই-খাতা-কলম। সবাই নানা সাজে অভিভাবকসহ বিদ্যালয়ে এসেছে পিঠা উৎসব করতে। পৌষের বিদায় আর মাঘের শুরুতে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি পিঠা উৎসব হয়েছে পশ্চিম জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের মাঠে নকশি, চিতই, রস, ডিমচিতই, দোল, ভাপা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাঁটা, ছিট, গোকুল, ইলিশ, চুটকি, মুঠি, জামদানিসহ নানা পিঠার পসরা বসে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীর মিলনমেলায় পরিণত হয় পিঠাপুলি উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন।

সর্বশেষ খবর