বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দুই বিএনপি নেতার শাস্তি দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল আউয়াল মিন্টুর কুরুচিপূর্ণ বক্তব্যে প্রতিবাদ এবং তাদের শাস্তি দাবিতে মির্জাপুরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। মির্জাপুর পুরনো বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গতকাল মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে এসেছে এবং ১৯৭২ সালের সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে- গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল আউয়াল মিন্টুর এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

সর্বশেষ খবর