শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফরিদপুরে আজ থেকে শুরু হচ্ছে জসীম পল্লীমেলা

ফরিদপুর প্রতিনিধি

পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুরের কবির বাড়িসংলগ্ন জসীম উদ্যানে আজ থেকে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী ‘জসীম পল্লীমেলা’। বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং পল্লীকবির জামাতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীরবিক্রম)। ফরিদপুর জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস। জানা গেছে, ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে এবারের মেলায় বিভিন্ন স্টলে চারু ও কারুপণ্য, হস্তশিল্প, বাঁশ, বেত ও কাঠের কারুপণ্যসহ গ্রামীণ ঐতিহ্যের জিনিসপত্র বিপণনের ব্যবস্থা থাকবে। মেলায় দুই শতাধিক স্টল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সর্বশেষ খবর