শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রুমিন ফারহানাকে উপনির্বাচন পর্যন্ত ‘অবাঞ্ছিত’ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে আওয়ামী লীগ। বলেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন এলাকায় রুমিনকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিহত করা হবে। কারণ তিনি এই আসনে উপনির্বাচন প্রতিহত করার জন্য বিএনপি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল দুপুরে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের মতবিনিময় সভায় রুমিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন মঈন উদ্দিন মঈন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী প্রমুখ। সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ। এদিকে, স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া জানান, তাঁর হাত ধরেই সরাইল-আশুগঞ্জে বিএনপির জন্ম। বিএনপিতে সম্মান না পাওয়ায় তিনি ওই দলটি ছেড়েছেন। তাঁর বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা যেসব বিরূপ মন্তব্য করেছেন সে প্রসঙ্গে উকিল আবদুস সাত্তার বলেন, আমার বাপ-দাদা চৌদ্দগোষ্ঠীও তাকে চিনত না। তবে তার বাবাকে আমরা চিনতাম। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে রুমিন ফারহানার নাম প্রস্তাব করেছিলাম। আমার প্রস্তাবে রুমিন এমপি হয়ে এখন আমার বিরুদ্ধে কথা বলেন।

সর্বশেষ খবর