বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে আওয়ামী লীগ। বলেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন এলাকায় রুমিনকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিহত করা হবে। কারণ তিনি এই আসনে উপনির্বাচন প্রতিহত করার জন্য বিএনপি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল দুপুরে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের মতবিনিময় সভায় রুমিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন মঈন উদ্দিন মঈন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী প্রমুখ। সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ। এদিকে, স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া জানান, তাঁর হাত ধরেই সরাইল-আশুগঞ্জে বিএনপির জন্ম। বিএনপিতে সম্মান না পাওয়ায় তিনি ওই দলটি ছেড়েছেন। তাঁর বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা যেসব বিরূপ মন্তব্য করেছেন সে প্রসঙ্গে উকিল আবদুস সাত্তার বলেন, আমার বাপ-দাদা চৌদ্দগোষ্ঠীও তাকে চিনত না। তবে তার বাবাকে আমরা চিনতাম। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে রুমিন ফারহানার নাম প্রস্তাব করেছিলাম। আমার প্রস্তাবে রুমিন এমপি হয়ে এখন আমার বিরুদ্ধে কথা বলেন।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
রুমিন ফারহানাকে উপনির্বাচন পর্যন্ত ‘অবাঞ্ছিত’ ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর