মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ একটি বাঁধের কারণে হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক পরিবার। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীতে ইউ আকৃতির বড় একটি বাঁক রয়েছে। ধলাই প্রতিরক্ষা বাঁধের প্রায় ৪০০ ফুট স্থানে মাটি ধসে পড়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সময় নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। নদীর ওই স্থানে ভাঙন দেখা দিলে মণিপুরী অধ্যুষিত গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি, জমির ফসল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ১১ বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত হয়নি। দিনে দিনে দক্ষিণ শিমুলতলা গ্রামের বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বাড়িঘর বিলীন হতে পারে। শিমুলতলা গ্রামের প্রফুল্ল কুমার, মনোদেবী সিনহা, সুষমা, সুচিত্রা, অকিলা, সুমন বলেন, আমরা ঝুঁকির মধ্যে আছি। আগে থেকে বাঁধ মেরামতের দাবি জানিয়ে এলেও এখানে কোনো ব্লক দেওয়া হচ্ছে না। সরকারি উদ্যোগে দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান তারা। স্থানীয় সমাজ কর্মী ও মণিপুরী নেতা শ্যাম সিংহ বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও ব্লক নির্মাণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে পাউবোর কাছে ২০১১ সাল থেকে আবেদন জানানো হচ্ছে। এখনো কোনো কাজ হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাবে। ধলাই নদীর ভাঙন থেকে মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসীকে রক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। ইউএনও সিফাত উদ্দিন বলেন, শিমুলতলা গ্রামবাসীর স্মারকলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, দ্রুত ধলাই নদীর বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
ঝুঁকিপূর্ণ বাঁধ, হুমকিতে অর্ধশতাধিক পরিবার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর