মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ একটি বাঁধের কারণে হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক পরিবার। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীতে ইউ আকৃতির বড় একটি বাঁক রয়েছে। ধলাই প্রতিরক্ষা বাঁধের প্রায় ৪০০ ফুট স্থানে মাটি ধসে পড়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সময় নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। নদীর ওই স্থানে ভাঙন দেখা দিলে মণিপুরী অধ্যুষিত গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি, জমির ফসল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ১১ বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত হয়নি। দিনে দিনে দক্ষিণ শিমুলতলা গ্রামের বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বাড়িঘর বিলীন হতে পারে। শিমুলতলা গ্রামের প্রফুল্ল কুমার, মনোদেবী সিনহা, সুষমা, সুচিত্রা, অকিলা, সুমন বলেন, আমরা ঝুঁকির মধ্যে আছি। আগে থেকে বাঁধ মেরামতের দাবি জানিয়ে এলেও এখানে কোনো ব্লক দেওয়া হচ্ছে না। সরকারি উদ্যোগে দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান তারা। স্থানীয় সমাজ কর্মী ও মণিপুরী নেতা শ্যাম সিংহ বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও ব্লক নির্মাণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে পাউবোর কাছে ২০১১ সাল থেকে আবেদন জানানো হচ্ছে। এখনো কোনো কাজ হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাবে। ধলাই নদীর ভাঙন থেকে মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসীকে রক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। ইউএনও সিফাত উদ্দিন বলেন, শিমুলতলা গ্রামবাসীর স্মারকলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, দ্রুত ধলাই নদীর বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
- কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
- ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- চলতি মাসেই বিএনপির ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
ঝুঁকিপূর্ণ বাঁধ, হুমকিতে অর্ধশতাধিক পরিবার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর