মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ একটি বাঁধের কারণে হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক পরিবার। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীতে ইউ আকৃতির বড় একটি বাঁক রয়েছে। ধলাই প্রতিরক্ষা বাঁধের প্রায় ৪০০ ফুট স্থানে মাটি ধসে পড়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সময় নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। নদীর ওই স্থানে ভাঙন দেখা দিলে মণিপুরী অধ্যুষিত গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি, জমির ফসল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ১১ বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত হয়নি। দিনে দিনে দক্ষিণ শিমুলতলা গ্রামের বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বাড়িঘর বিলীন হতে পারে। শিমুলতলা গ্রামের প্রফুল্ল কুমার, মনোদেবী সিনহা, সুষমা, সুচিত্রা, অকিলা, সুমন বলেন, আমরা ঝুঁকির মধ্যে আছি। আগে থেকে বাঁধ মেরামতের দাবি জানিয়ে এলেও এখানে কোনো ব্লক দেওয়া হচ্ছে না। সরকারি উদ্যোগে দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান তারা। স্থানীয় সমাজ কর্মী ও মণিপুরী নেতা শ্যাম সিংহ বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও ব্লক নির্মাণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে পাউবোর কাছে ২০১১ সাল থেকে আবেদন জানানো হচ্ছে। এখনো কোনো কাজ হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাবে। ধলাই নদীর ভাঙন থেকে মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসীকে রক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। ইউএনও সিফাত উদ্দিন বলেন, শিমুলতলা গ্রামবাসীর স্মারকলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, দ্রুত ধলাই নদীর বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
ঝুঁকিপূর্ণ বাঁধ, হুমকিতে অর্ধশতাধিক পরিবার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর