মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ একটি বাঁধের কারণে হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক পরিবার। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীতে ইউ আকৃতির বড় একটি বাঁক রয়েছে। ধলাই প্রতিরক্ষা বাঁধের প্রায় ৪০০ ফুট স্থানে মাটি ধসে পড়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সময় নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। নদীর ওই স্থানে ভাঙন দেখা দিলে মণিপুরী অধ্যুষিত গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি, জমির ফসল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ১১ বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত হয়নি। দিনে দিনে দক্ষিণ শিমুলতলা গ্রামের বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বাড়িঘর বিলীন হতে পারে। শিমুলতলা গ্রামের প্রফুল্ল কুমার, মনোদেবী সিনহা, সুষমা, সুচিত্রা, অকিলা, সুমন বলেন, আমরা ঝুঁকির মধ্যে আছি। আগে থেকে বাঁধ মেরামতের দাবি জানিয়ে এলেও এখানে কোনো ব্লক দেওয়া হচ্ছে না। সরকারি উদ্যোগে দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান তারা। স্থানীয় সমাজ কর্মী ও মণিপুরী নেতা শ্যাম সিংহ বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও ব্লক নির্মাণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে পাউবোর কাছে ২০১১ সাল থেকে আবেদন জানানো হচ্ছে। এখনো কোনো কাজ হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাবে। ধলাই নদীর ভাঙন থেকে মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসীকে রক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। ইউএনও সিফাত উদ্দিন বলেন, শিমুলতলা গ্রামবাসীর স্মারকলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, দ্রুত ধলাই নদীর বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ঝুঁকিপূর্ণ বাঁধ, হুমকিতে অর্ধশতাধিক পরিবার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর