মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ একটি বাঁধের কারণে হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক পরিবার। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের দক্ষিণ শিমুলতলা গ্রামে ধলাই নদীতে ইউ আকৃতির বড় একটি বাঁক রয়েছে। ধলাই প্রতিরক্ষা বাঁধের প্রায় ৪০০ ফুট স্থানে মাটি ধসে পড়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সময় নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। নদীর ওই স্থানে ভাঙন দেখা দিলে মণিপুরী অধ্যুষিত গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি, জমির ফসল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ১১ বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত হয়নি। দিনে দিনে দক্ষিণ শিমুলতলা গ্রামের বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বাড়িঘর বিলীন হতে পারে। শিমুলতলা গ্রামের প্রফুল্ল কুমার, মনোদেবী সিনহা, সুষমা, সুচিত্রা, অকিলা, সুমন বলেন, আমরা ঝুঁকির মধ্যে আছি। আগে থেকে বাঁধ মেরামতের দাবি জানিয়ে এলেও এখানে কোনো ব্লক দেওয়া হচ্ছে না। সরকারি উদ্যোগে দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান তারা। স্থানীয় সমাজ কর্মী ও মণিপুরী নেতা শ্যাম সিংহ বলেন, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও ব্লক নির্মাণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে পাউবোর কাছে ২০১১ সাল থেকে আবেদন জানানো হচ্ছে। এখনো কোনো কাজ হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাবে। ধলাই নদীর ভাঙন থেকে মণিপুরী অধ্যুষিত শিমুলতলা গ্রামবাসীকে রক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। ইউএনও সিফাত উদ্দিন বলেন, শিমুলতলা গ্রামবাসীর স্মারকলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, দ্রুত ধলাই নদীর বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত