বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আলোর মুখ দেখেছে জুয়েলারি শিল্প। তার ঐকান্তিক চেষ্টায় জুয়েলারি ব্যবসায়ীরা এক ছাতার নিচে এসেছেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব সোনা ব্যবসায়ীকে একত্রিত হয়ে কাজ করতে হবে- এটিই আমাদের প্রেসিডেন্টের নির্দেশ। নওগাঁ শহরের বালুডাঙ্গা কনভেনশন সেন্টারে বাজুস জেলা শাখার আয়োজনে গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন সংগঠনের সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, প্রেসিডেন্টের নেতৃত্বে খুব দ্রুত ঢাকায় মতবিনিময় সভা হবে। সেখানে দেশের সব জেলার বাজুস সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। বিশেষ অতিথির বক্তব্যে কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ রিপনুল হাসান বলেন, বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম এমন একজন আন্তরিক প্রেসিডেন্ট পেয়েছে। সায়েম সোবহান আনভীরের একটিই নির্দেশনা- বাংলাদেশের সব সোনা ব্যবসায়ীকে একত্র করতে হবে। প্রেসিডেন্ট চান, সবাই মিলেমিশে ব্যবসা করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে। ব্যবসায়ীদের কেউ যাতে সোনা চোরাকারবারি বলতে না পারে এ জন্যই তিনি বাজুসের দায়িত্ব নিয়েছেন। মতবিনিময় সভায় কার্যনির্বাহী সদস্য ও সদস্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ বলেন, সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস এখন সারা বাংলাদেশে শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে। প্রেসিডেন্টের হাত শক্তিশালী করতে হবে। তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। বাজুস নওগাঁ জেলা শাখার সভাপতি আবু সাইদ রাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নওগাঁর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজুসহ বগুড়া, রাজশাহী, জয়পুরহাট শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
বাজুসের মতবিনিময় সভায় বক্তারা
সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আলোর মুখ দেখেছে জুয়েলারি শিল্প
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর