বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আলোর মুখ দেখেছে জুয়েলারি শিল্প। তার ঐকান্তিক চেষ্টায় জুয়েলারি ব্যবসায়ীরা এক ছাতার নিচে এসেছেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব সোনা ব্যবসায়ীকে একত্রিত হয়ে কাজ করতে হবে- এটিই আমাদের প্রেসিডেন্টের নির্দেশ। নওগাঁ শহরের বালুডাঙ্গা কনভেনশন সেন্টারে বাজুস জেলা শাখার আয়োজনে গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন সংগঠনের সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, প্রেসিডেন্টের নেতৃত্বে খুব দ্রুত ঢাকায় মতবিনিময় সভা হবে। সেখানে দেশের সব জেলার বাজুস সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। বিশেষ অতিথির বক্তব্যে কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ রিপনুল হাসান বলেন, বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম এমন একজন আন্তরিক প্রেসিডেন্ট পেয়েছে। সায়েম সোবহান আনভীরের একটিই নির্দেশনা- বাংলাদেশের সব সোনা ব্যবসায়ীকে একত্র করতে হবে। প্রেসিডেন্ট চান, সবাই মিলেমিশে ব্যবসা করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে। ব্যবসায়ীদের কেউ যাতে সোনা চোরাকারবারি বলতে না পারে এ জন্যই তিনি বাজুসের দায়িত্ব নিয়েছেন। মতবিনিময় সভায় কার্যনির্বাহী সদস্য ও সদস্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ বলেন, সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস এখন সারা বাংলাদেশে শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছে। প্রেসিডেন্টের হাত শক্তিশালী করতে হবে। তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। বাজুস নওগাঁ জেলা শাখার সভাপতি আবু সাইদ রাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নওগাঁর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজুসহ বগুড়া, রাজশাহী, জয়পুরহাট শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ