শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঘন কুয়াশায় দুই রুটে ফেরি বন্ধ, ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি

কয়েকদিন পর আবারও ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া, মানিকগঞ্জের ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে প্রায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে দুই নৌরুটের ফেরিপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে রাত ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে          দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা ছোট-বড় সাতটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার কারণে পৃথক দুই নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

সাড়ে ৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবং সাড়ে ৯ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

চাঁদপুর : ভোর ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, নৌ-দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর