শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সড়কে দুই শিক্ষার্থীসহ নিহত ৭, আহত ২৪

প্রতিদিন ডেস্ক

সড়কে দুই শিক্ষার্থীসহ নিহত ৭, আহত ২৪

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থীসহ নিহত ৭। আহত হয়েছেন ২৪ জন। রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল কুমিল্লার ঝাগুরজুলি এলাকায় লেগুনার ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক আজমির হোসেন হৃদয় (১৯)। একই দিন দাউদকান্দি উপজেলার গৌরিপুরে কাভার্ড ভ্যানের চাপায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক গাড়ি চালক নিহত হয়েছেন। নিহত আবদুল কাদের সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।

বগুড়া : বগুড়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন যাত্রী শহিদুল ইসলাম (৫২)। রবিবার রাতে বগুড়ার শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়। একই দিন সকালে সোনাতলায় পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

কুষ্টিয়া : কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামের একজন ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও একজন ছাত্রী আহত হয়েছেন। দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিদ্যালয় এলাকায় সড়কে স্পিডব্রেকার এবং ঘাতক চালককের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি মেনে নেন এবং আধা ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক করেন।

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন জামাল হোসেন (৩৫) নামে এক অটোচালক। সোমবার বিকালে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি : মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় মাসাপ্রু মারমা (৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়। সে গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী।

মাদারীপুর : রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার রাতে অজ্ঞাত গাড়ির চাপায় জলিল ব্যাপারী নামের এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

ঝিনাইদহ : মহেশপুরে দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর