শিরোনাম
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শোকজ নোটিস প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেছেন প্রাইম স্পিনিং ও প্রাইম টেক্সটাইলের শ্রমিকরা। গতকাল দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা। দাবি মেনে না নিলে বুধবার থেকে প্রাইম টেক্সটাইলের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) বশির জানান, প্রাইম স্পিনিং কারখানায় ৩৯ শ্রমিককে শোকজ নোটিস পাঠিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন কারখানার শ্রমিকরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর