দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ : বুধবার রাতে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী। এ সময় আহত হয়েছেন তার আরেক বন্ধু।
ময়মনসিংহ : ত্রিশালে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সকালে ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিলন মিয়া (২৪)। অপরজন ট্রাক চালকের সহকারী।গাইবান্ধা : সাদুল্লাপুর উপজেলার শাহানা ফিলিং স্টেশনের সামনে গতকাল ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক শাকিল মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
ফেনী : দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মোস্তফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি একই এলাকায়।