রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীদের সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সমবায় মার্কেটে একটি মোবাইলের দোকানে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে বাজার ব্যবসায়ী সমিতি। গতকাল দুপুরে মার্কেটের ভিতরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর দাদামোড়স্থ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকালে যোগাযোগব্যবস্থা ও ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজিজুল হক, ব্যবসায়ী জালাল হোসেন লাইজু, সমবায় মার্কেটের ব্যবসায়ী মাসুম ও ফিরোজ টেলিকমের প্রোপ্রাইটন ফিরোজ আহমেদ প্রমুখ। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সমবায় মার্কেটের সামনে নুর আমিনের দোকানে কাজ করছিল শহিদুল। এ সময় আকাশ আহম্মেদ (২৮) নামে এক ক্রেতা পান-সিগারেট নিয়ে দোকানে ৫০০ টাকা দিয়ে ভাঙতি না পেয়ে কথা কাটাকাটি শুরু করে। এরই জেরে সে কর্মচারী শহিদুলকে মারধর করতে থাকে। প্রতিবাদে ফিরোজ টেলিকমের মালিক ফিরোজ আহমেদের ছোট ভাই সাদ্দাম ও কর্মচারী সাগর প্রতিবাদ করতে এলে তাদের সঙ্গেও সে তর্কে জড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে আকাশ আহম্মেদ ১৫-২০ জনকে নিয়ে দলবলসহ এসে ফিরোজ টেলিকমে হামলা চালায় এবং সাদ্দাম ও কর্মচারী সাগরকে মারধর করে।

এ সময় আটটি মোবাইল ছিনতাই ও সাগরের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে বলে অভিযোগ করা হয়। পরে সাদ্দামের বড় ভাই ফিরোজ আহমেদ বাদী হয়ে সদর থানায় পৌরসভা এলাকার নিমবাগান গ্রামের মৃত কয়ছার আলীর ছেলে আকাশ আহম্মেদসহ আরও অজ্ঞাত ১৫-২০ জনের নাম উল্লেখ করে একটি এজাহার করেন। কিন্তু পুলিশ আসামিকে গ্রেফতার না করায় কুড়িগ্রাম বাজার সমিতির ব্যবসায়ীরা গতকাল দুপুরে এ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বলে জানান তারা। এ সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার মামলার কথা স্বীকার করে জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর