রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিল্পীর তুলিতে দেশকে আঁকছেন শেখ হাসিনা : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, শিল্পীর তুলি দিয়ে দেশকে আঁকছেন শেখ হাসিনা। করোনাভাইরাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন বিশ্ব অর্থনীতি থমকে গেছে। তখনও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় এনে দেশকে সুরক্ষিত রেখেছেন। অর্থনীতির চাকা সমুন্নত রেখে মেগাপ্রকল্পগুলো একের পর এক বাস্তবায়ন করেই যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। সামনের নির্বাচনে আবারও আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতার আসনে বসাবে বাংলার জনগণ। গতকাল বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

বাঞ্ছারামপুরের ইউএনও একি মিত্র চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বাঞ্ছারামপুর পৌরমেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এস রানা, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।

সর্বশেষ খবর