রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ময়মনসিংহে বসুন্ধরা গ্রুপের ১ হাজার কম্বল বিতরণ

ময়মনসিংহ ও ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহে বসুন্ধরা গ্রুপের ১ হাজার কম্বল বিতরণ

ময়মনসিংহে ১ হাজার অসহায়, প্রতিবন্ধী ও এতিমের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। জেলার পাঁচ উপজেলায় দুই দিনে কালের কণ্ঠ শুভসংঘের সদস্যদের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে গতকাল ত্রিশাল, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় ৫৫০টি এবং শুক্রবার নান্দাইল ও গফরগাঁওয়ে বিতরণ করা হয়েছে ৪৫০টি কম্বল। ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে হাজি নঈম উদ্দিন ইয়াতিমখানা মাদরাসার শিশুদের গতকাল দুপুরে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার। তিনি বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও ক্রান্তিলগ্নে বসুন্ধরা গ্রুপ যেভাবে অসহায়দের পাশে দাঁড়ায় তা দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, উপজেলা শুভসংঘ সভাপতি ফাতহ আলম শিশির। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ প্রমুখ। এর আগে সকালে ফুলবাড়িয়া উপজেলার বেগম ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহিলা কলেজে কালের কণ্ঠ শুভ সংঘের ফুলবাড়িয়া শাখার সদস্যরা অসহায়, গরিব ও দুস্থদের হাতে বসুন্ধরার উপহারের কম্বল তুলে দেন। এতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন শুভ সংঘ সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাসসহ সদস্যরা। একই দিন বিকালে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সারা মানবিক বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ করা হয়। কম্বল হাতে পেয়ে এক বৃদ্ধা চিৎকার দিয়ে বলেন, ‘এইডা আমার, এইডা আমার। কাউরেইনা, কাউরেইনা। আল্লাহ বসুন্ধরার মালিককে বাঁচায়া রাখুক।’ এ সময় সারা মানবিক বৃদ্ধাশ্রমের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন (ওসি), আশ্রমের পরিচালক আবদুল মালেক, উপদেষ্টা শহিদুল ইসলাম, শামীম আজাদ আনোয়ার, মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। ভালুকায় শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে আপনাদের জন্য শীতের উপহার নিয়ে আসছিলাম। আমরা ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ১ হাজার কম্বল বিতরণ কাজ শেষ করেছি।

 

সর্বশেষ খবর