বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মামলায় আটকা দুই বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

মামলায় আটকা দুই বিদেশি জাহাজ

আমদানিকারকের করা মামলার কারণে মোংলা স্থলবন্দরে আটকে আছে কয়লা নিয়ে আসা পানামার পতাকাবাহী দুটি জাহাজ। জাহাজ দুটিতে ৫০ হাজার মেট্রিক টনের বেশি কয়লা আমদানি করা হয়েছিল। গত ৭ জানুয়ারি বন্দরের হারবাড়িয়া-১২ নম্বরে নোঙর করা ‘এমভি সানবাল্ক’ জাহাজে আসা ২৭ হাজার ২৪৩ মেট্রিক টন কয়লা পুরোপুরি খালাস হয়েছে। অন্য জাহাজ ‘এমভি ইউনিভার্সি প্রোসটার্টিতে’ পণ্য খালাস হয়নি। কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং করপোরেশন এবং তাহমিদ ট্রেডার্স ক্ষতিপূরণ মামলা করায় জাহাজ দুটি এখন মোংলা বন্দর ত্যাগ করতে পারছে না। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

 

সর্বশেষ খবর