বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বর্ণাঢ্য বসন্ত উৎসব

দিনাজপুর প্রতিনিধি

বর্ণাঢ্য বসন্ত উৎসব

শীত বিদায় দিয়ে বসন্তকে বরণ করে নিতে গতকাল দিনাজপুরে উৎসবে মাতেন নানান বয়সী নারীরা। হলুদ শাড়ি আর মাথায় ফুলের মুকুট পরে নাচে-গানে সময় কেটেছে তাদের। ফাল্গুনের ছোঁয়ায় আগামীর পথচলা যেন আরও সুন্দর হয় এ প্রত্যাশা তাদের। দিনাজপুর সিটি পার্কে বসন্তবরণ উৎসব আয়োজন করে প্রায় দেড় লাখ সদস্যের অনলাইন ফেসবুক গ্রুপ ‘দিনাজপুর গার্লস ক্লাব’। ক্লাবের সদস্যরা বলেন, ফাল্গুন নিয়ে বাঙালির রয়েছে অসংখ্য কবিতা। ফাগুনের ভালোবাসা কখনো ফুরিয়ে যাবে না। তাই আমাদের গ্রুপের নারীরা একত্র হয়েছি কিছু সময় একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে। তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনার হানায় গত দুই বছর ছিল বিষাদের ছায়া। মহামারিতে অনেক প্রিয়জন হারানোর বেদনায় বন্ধ হয়ে যায় বাঙালির আবহমানকালের উৎসব পালন। করোনার কঠিন সময় পার করে এবার ভালোবাসা ও বসন্ত দিবসে মাতোয়ারা দিনাজপুরের সব বয়সী নারী। এর আগে প্রধান অতিথি হিসেবে কেক কেটে বসন্তবরণ উৎসব উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী। বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু।

 উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নুর ইসলাম, দিনাজপুর গার্লস ক্লাবের অ্যাডমিন আফরিন মৌ, আফরোজ মাহমুদ বন্যা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর