গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের খামারবোয়ালী গ্রামের ৬০ বিঘা দুই ফসলি জমিতে চাষাবাদ বন্ধ আছে চার বছর ধরে। এসব জমিতে বংশানুক্রমে বর্গা চাষ করা অর্ধশত চাষি মানবেতর জীবনযাপন করছেন। ধান না পাওয়ায় পরিবারগুলোর চার শতাধিক সদস্যের তিনবেলা ভাতের ব্যবস্থা হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, জমিগুলো গবাদিপশুর চারণভূমিতে পরিণত হয়েছে। কেউ দিচ্ছেন ঘুঁটে আবার কেউ শুকাচ্ছেন কাপড়। বর্গাচাষিরা বলেন, জমির মালিক গ্রামের আবদুস সবুর, শহীদুল ইসলাম, শাহাবুদ্দীন ও শরিফুল ইসলাম। দ্বন্দ্বের কারণে তাদের পৈতৃক জমি ভাগাভাগি করছেন না বলে চাষাবাদও করতে দিচ্ছেন না। এতে পরিবার পরিজন নিয়ে আমরা খাদ্য সংকটে পড়েছি। গবাদিপশুর খাবার হিসেবে যে খড় পেতাম এখন তাও পাচ্ছি না। বাধ্য হয়ে গরু-বাছুর বিক্রি করে দিতে হচ্ছে। বর্গাচাষি আনছার আলী, নজরুল, আয়নাল, সোবহান, মমতাজ, আবু হোসেন, পসার উদ্দিন, ফরিদ মিয়া, শহীদুল ইসলাম বলেন, জমির মালিকরা অবস্থাপন্ন লোক। তাদের জমিতে আউশ ও আমন ধান আবাদ করতাম আমরা। বিঘাপ্রতি ১০ থেকে ১৫ মণ ধান নিয়ে বাকি ৭-১০ মণ মালিককে দিতাম। এখন জমি আবাদ না হওয়ায় মালিকদের কোনো অসুবিধা নেই, কারণ তারা ধনী মানুষ। আমরা সবাই গরিব দিনমজুর। ধান না পাওয়ায় চাল কিনে তিনবেলা খেতে পারছি না। বাচ্চাকাচ্চা নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। জমির মালিক আবদুস সবুর বলেন, আমাদের চার ভাইয়ের বাবা হাজী সামছুল হক সরকার ২০১৩ সালে মৃত্যুবরণ করেন। এরপরও জমিগুলোতে বর্গাচাষিরাই চাষাবাদ করতেন। আমাদের মধ্যে দুই ভাই জমি ভাগাভাগি করছে না, আবার চাষাবাদও করতে দিচ্ছে না। বর্গাচাষিদের অভাব সমাধানের চেষ্টা করেছি। তিনি বলেন, সরকার ঘোষণা দিয়েছে এক ইঞ্চি জমিও চাষাবাদের বাইরে রাখা যাবে না। সেখানে আমাদের বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকা উচিত নয় বলে আমরা মনে করি। স্থানীয় বোয়ালী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বেলাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম বলেন, এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। জমিগুলো অনাবাদি থাকার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।
শিরোনাম
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
মানবেতর জীবন বর্গাচাষিদের
চার বছর জমিতে চাষাবাদ বন্ধ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর