গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের খামারবোয়ালী গ্রামের ৬০ বিঘা দুই ফসলি জমিতে চাষাবাদ বন্ধ আছে চার বছর ধরে। এসব জমিতে বংশানুক্রমে বর্গা চাষ করা অর্ধশত চাষি মানবেতর জীবনযাপন করছেন। ধান না পাওয়ায় পরিবারগুলোর চার শতাধিক সদস্যের তিনবেলা ভাতের ব্যবস্থা হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, জমিগুলো গবাদিপশুর চারণভূমিতে পরিণত হয়েছে। কেউ দিচ্ছেন ঘুঁটে আবার কেউ শুকাচ্ছেন কাপড়। বর্গাচাষিরা বলেন, জমির মালিক গ্রামের আবদুস সবুর, শহীদুল ইসলাম, শাহাবুদ্দীন ও শরিফুল ইসলাম। দ্বন্দ্বের কারণে তাদের পৈতৃক জমি ভাগাভাগি করছেন না বলে চাষাবাদও করতে দিচ্ছেন না। এতে পরিবার পরিজন নিয়ে আমরা খাদ্য সংকটে পড়েছি। গবাদিপশুর খাবার হিসেবে যে খড় পেতাম এখন তাও পাচ্ছি না। বাধ্য হয়ে গরু-বাছুর বিক্রি করে দিতে হচ্ছে। বর্গাচাষি আনছার আলী, নজরুল, আয়নাল, সোবহান, মমতাজ, আবু হোসেন, পসার উদ্দিন, ফরিদ মিয়া, শহীদুল ইসলাম বলেন, জমির মালিকরা অবস্থাপন্ন লোক। তাদের জমিতে আউশ ও আমন ধান আবাদ করতাম আমরা। বিঘাপ্রতি ১০ থেকে ১৫ মণ ধান নিয়ে বাকি ৭-১০ মণ মালিককে দিতাম। এখন জমি আবাদ না হওয়ায় মালিকদের কোনো অসুবিধা নেই, কারণ তারা ধনী মানুষ। আমরা সবাই গরিব দিনমজুর। ধান না পাওয়ায় চাল কিনে তিনবেলা খেতে পারছি না। বাচ্চাকাচ্চা নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। জমির মালিক আবদুস সবুর বলেন, আমাদের চার ভাইয়ের বাবা হাজী সামছুল হক সরকার ২০১৩ সালে মৃত্যুবরণ করেন। এরপরও জমিগুলোতে বর্গাচাষিরাই চাষাবাদ করতেন। আমাদের মধ্যে দুই ভাই জমি ভাগাভাগি করছে না, আবার চাষাবাদও করতে দিচ্ছে না। বর্গাচাষিদের অভাব সমাধানের চেষ্টা করেছি। তিনি বলেন, সরকার ঘোষণা দিয়েছে এক ইঞ্চি জমিও চাষাবাদের বাইরে রাখা যাবে না। সেখানে আমাদের বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকা উচিত নয় বলে আমরা মনে করি। স্থানীয় বোয়ালী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বেলাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম বলেন, এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। জমিগুলো অনাবাদি থাকার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
মানবেতর জীবন বর্গাচাষিদের
চার বছর জমিতে চাষাবাদ বন্ধ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর