চাঁপাইনবাবগঞ্জে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে গত বুধবার বিকালে তাকে আটক করে সদর থানা পুলিশ। জানা যায়, মহিলা কলেজ গেট সংলগ্ন পিস কোচিং সেন্টারে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিভাবক ও স্থানীয়রা শিক্ষক শামিম রেজাকে বেধড়ক মারধর করেন। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা মামলা করেছেন। সদর থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক শ্লীলতাহানির কথা স্বীকার করেছেন।