শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাণীশংকৈলে চোর আতঙ্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

কিছুদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্যাপকহারে বেড়েছে চুরি। বিভিন্ন পাড়া-মহল্লাসহ দোকান, সরকারি অফিসেও ঘটছে চুরির ঘটনা। চোর বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, গরু-ছাগলসহ মালামাল নিয়ে যাচ্ছে। চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পুলিশ বলছে, চোর চক্রকে ধরতে অভিযান চলছে। রাণীশংকৈল উপজেলার নেকমরদ যদুয়ার গ্রামের বাসিন্দা আবু সাঈদ পেশায় শিক্ষক। গত ২০ ডিসেম্বর রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়েন। ওই রাতেই চুরি হয় তাদের বাড়িতে। ধারণা করা হচ্ছে, নেশাজাতীয় কিছু মিশিয়ে পরিবারের সদস্যদের খাইয়ে এ কাজ করেছে চোরেরা। এ ঘটনায় ২২ ডিসেম্বর থানায় মামলা দেন আবু সাঈদ। এদিকে চলতি বছরের ২০ জানুয়ারি রাতে উপজেলার বাঁশবাড়ি এলাকার মঞ্জু রহমানের বাড়ি থেকে চোরেরা নিয়ে যায় দুটি গরু।

শুধু মঞ্জু ও আবু সাঈদের বাড়িতেই নয়, এমন চুরির ঘটনা ঘটছে রানীশংকৈলের বিভিন্ন স্থানে। কারও গরু, কারও টাকা, কারোর বাসার জিনিস রাতের আঁধারে হচ্ছে গায়েব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর