শিরোনাম
শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তকে সাঁওতাল বর্ণমালা চালুর দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তকে সাঁওতাল বর্ণমালা চালুর দাবি

প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে সাঁওতাল বর্ণমালা চালুসহ সাত দফা দাবিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু মঞ্চের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামসহ বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি লুইস টুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, জেলা সাধারণ সম্পাদক কর্নেলিয়াস মুরমু সাঁওতাল লেখক ফোরাম বাংলাদেশের সন্তোষ টুডুসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, চলতি বছরের মধ্যে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাঁওতাল শিশুদের জন্য সাঁওতালি বর্ণমালা পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ সমাপ্ত করতে হবে। গণমাধ্যমে সাঁওতালি ভাষা ও আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঠিক তথ্য তুলে ধরাসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়। উল্লেখ্য, আগামী রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন সাঁওতাল আদিবাসী নেতারা।

সর্বশেষ খবর