রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাথরবোঝাই ট্রাকে ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়ক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের সঙ্গে রংপুরের সংযোগ স্থাপন করেছে শেখ হাসিনা সেতু। বহু কাক্সিক্ষত এই সেতু নির্মাণের ফলে অর্থনীতিতে পরিবর্তন এসেছে এ জনপদের। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কৃষিতেও ঘটেছে বিপ্লব। মানুষের স্বপ্ন চুরমার হতে বসেছে শেখ হাসিনা সেতু দিয়ে শত শত পাথরবোঝাই ট্রাক চলাচল করায়। অধিক ওজনের এসব ট্রাকের কারণে সেতুর দুই পাশের সংযোগ সড়কে দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাট থেকে কাকিনা-মহিপুর শেখ হাসিনা সেতু নির্মাণ করা হয় চার বছর আগে। সেতু উদ্বোধনের পর সংযোগ সড়ক সুরক্ষায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি সড়ক দিয়ে চলাচল করছে পাথরবোঝাই ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন। এতে সংযোগ সড়কে দেখা দিয়েছে ভাঙন।  লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশে সড়কের ব্যারিকেড অপসারণ করা হয়েছে।

সর্বশেষ খবর