রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শান্তির বার্তা পৌঁছাতে বাইসাইকেলে ভারতীয় তরুণী বাংলাদেশে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বাইসাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন সবিতা মাহাতো নামে এক তরুণী। রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা বাইসাইকেলে ঘুরে দেখবেন তিনি। গতকাল দুপুরে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভ্রমণপিপাসু সবিতা। তিনি ভারতের পশ্চিমবঙ্গের তারকেশ্বর এলাকার বাসিন্দা। হুগলি জেলা থেকে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তরুণী। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। সবিতা মাহাতো বলেন, ‘নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে বাংলাদেশে এসেছি। গত বছরের ৬ ডিসেম্বর কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করি।’

বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে তাকে পাড়ি দিতে হয়েছে ৪ হাজার কিলোমিটার পথ। প্রতিদিন প্রায় ১৫০ কিলোমিটার পথ বাইসাইকেল চালিয়ে আসছেন। ভারত-বাংলাদেশ শান্তি রাইডের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘দুই দেশ বন্ধুপ্রতিম। এ কারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সফরে এসেছি, শান্তির বার্তা পৌঁছে দিতে এসেছি।’

সর্বশেষ খবর