মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যানবাহন চুরি ও বিক্রিতে তিন গ্রুপ

কুমিল্লায় ২৯ চোরাই গাড়িসহ গ্রেফতার ১৮

কুমিল্লা প্রতিনিধি

যাত্রী সেজে উঠত গাড়িতে। সুযোগ বুঝে চালককে জিম্মি করে নিয়ে যেত অটোরিকশা। আরেক গ্রুপ সেই গাড়ি নিয়ে যেত অন্য উপজেলায়। সেখানে থাকা অন্য গ্রুপ রং বদলে বিক্রি করত চোরাই গাড়ি। কুমিল্লায় এমনই চক্রের ১৮ জনকে গ্রেফতার করেছে বলে দাবি র‌্যাবের। এ সময় একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল ও ২৬টি ব্যাটারিচালিত গাড়িসহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

র‌্যাব কর্তকর্তা জানান, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি আছে বলে তথ্য পাই। রবিবার রাতে সিন্ডিকেটের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ড ভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের হোতা খলিলসহ আটজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতাররা হলেন- কাউসার আলী খলিল, কাইয়ুম, সাজিদ, রবিউল, কাউসার, পিয়াস, জহির ও জামশেদ। তাদের স্বীকারোক্তিতে গাড়ি চুরির সঙ্গে সম্পৃক্ত আরেকটি সিন্ডিকেটের কয়েকজন সদস্যের তথ্য পাই। ওই রাতে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে চক্রের হোতা জাহাঙ্গীরসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকিরা হলেন- হৃদয়, শুক্কুর, রিপন, সাইফুল, আল আমিন, মনির, মজিদ, তাজুল ও ফারুক।

সর্বশেষ খবর