নীলফামারীর সৈয়দপুরে উদ্ধার অভিযানের পর ১০টি সোনার বার আত্মসাতে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গ্রেফতার সিপাইকে রিমান্ডে আনা হয়েছে। সোমবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতার সেপাই মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে আনা হয়। গতকাল থেকে রিমান্ডে উদ্ধার অভিযানের সময় আত্মসাৎ করা ১০টি সোনার বার উদ্ধারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এর আগে গত রবিবার রাতে সৈয়দপুর থানা চত্বর থেকে গ্রেফতার করা হয় সিপাই মেহেদী হাসানকে (৩২)। গ্রেফতারকৃত মেহেদী হাসানের বাড়ি দিনাজপুর সদরের শিবপুর মোল্লাপাড়ায়। তিনি ওই এলাকার হবিবর রহমানের ছেলে। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সকালে নীলফামারীর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গোপন সূত্রে মাদকের বড় একটি চালান আসার খবর পেয়ে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা সৈয়দপুর-রংপুর মহাসড়কে দূরপাল্লার বাসগুলোতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি কোচে অভিযান চালিয়ে কোচের দুই যাত্রীর মধ্যে আব্দুর রহিম নামের একজনের দেহ তল্লাশি করে ১৫টি স্বর্ণের বার উদ্ধার ও তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বেলা সোয়া ১টার দিকে একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া ১৫টি স্বর্ণের বার স্থানীয় সৈয়দপুর গোল্ড হল মার্ক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
শিরোনাম
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা