জয়পুরহাটের কালাইয়ে হেরোইনসহ রনজু হোসেন নামে এক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গত রবিবার রাতে কালাই মোলামগাড়ী হাট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জু ওই গ্রামের নছির উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রহমান জানান, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রঞ্জু এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে অবৈধ্য পথে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা সংগ্রহ করেন। সুবিধামতো সেগুলো এলাকা ছাড়াও নানা স্থানে বিক্রি করেন। রঞ্জুর রাড়িতে মাদক দ্রব্য বেচাকেনা চলছে, সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও রঞ্জুকে হেরোইনসহ আটক করা হয়েছে। কালাই থানার ওসি এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।