রংপুর নগরীতে দুটি হোটেলে গতকাল অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ ও র্যাব-১৩। এ সময় ক্ষতিকর কেমিক্যাল ও টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানানো ও বিক্রি এবং ফ্রিজে পচা বাসি খাবার সংরক্ষণ করায় দুই হোটেল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে নিউ পারভেজ হোটেলকে ২৫ হাজার টাকা ও মিন স্টার রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম।