বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে তাবলিগ জামাতের তিন দিনের জেলা ইজতেমা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনের তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে জেলা ইজতেমা শেষ হবে। এবার গোর-এ-শহীদ ময়দানে এই ইজতেমা শুরু হয়েছে।

ইতোমধ্যে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্যান্ডেল তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। কয়েকজন মুসল্লি জানান, তাবলিগ জামাতের সাথীরা স্বেচ্ছাশ্রমে ইজতেমার প্যান্ডেল তৈরিসহ অন্যান্য কাজ করেছেন। দিনাজপুরের ১৩ উপজেলা ছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধাসহ অন্যান্য জেলা-উপজেলা থেকেও তাবলিগ জামাতের সাথীরা এই ইজতেমায় অংশ নিচ্ছেন। কাল শুক্রবার ইজতেমা প্যান্ডেলেই জুমার নামাজ আদায় করা হবে। এটি জেলার বৃহৎ জুমার নামাজের জামাত হবে বলে জানান তাবলিগ জামাতের কয়েকজন মুরব্বি।

সর্বশেষ খবর