রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসা অবহেলায় মৃত্যু হাসপাতাল ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি

চিকিৎসা অবহেলায় মৃত্যু হাসপাতাল ভাঙচুর

ভেঙে ফেলা হয়েছে হাসপাতালের অভ্যর্থনা কক্ষের গ্লাস -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুরে চিকিৎসা অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। জেলা শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে গত শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। মারা যাওয়া নারীর নাম শারমীন বেগম (৩০)। তিনি সদর উপজেলার ছিলারচর এলাকার আনোয়ার খালাসির স্ত্রী ও তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি শহরের পপুলার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শারমীনের পুত্র সন্তান হয়। এই হাসপাতালের চিকিৎসক সাইয়েদা সিদ্দিকা এলিজা অস্ত্রোপচার করেন। সাত দিন পরে রোগীকে বাবার বাড়ি নিয়ে যান শারমীনের স্বামী। দুই দিন ধরে শারমীনের মেরুদন্ডে প্রচন্ড ব্যথা অনুভব হলে শুক্রবার সকালে ডা. সাইয়েদা সিদ্দিকা এলিজাকে বিষয়টি ফোনে জানান স্বজনরা। তিনি রোগীকে কে.আই হাসপাতালে ভর্তি করা পরামর্শ দেন। সেখানে কনসালটেন্ট অ্যান্ড সার্জন ও গাইনি বিভাগের ডা. সাইয়েদা সিদ্দিকা এলিজার তত্ত্বাবধানে শারমীনের চিকিৎসা শুরু হয়। দুপুর ১টার দিকে মেরুদন্ডের ব্যথা কমানোর জন্য ইনজেকশন পুশ করেন তিনি। রাত ৯টার দিকে হাসপাতালের শয্যায় শারমীনের মৃত্যু হয়। বিষয়টি গোপন রেখে সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হলে বিষয়টি জানাজানি হয়। কে.আই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন বলেন, ‘আমি ওই রোগীর বিষয় কিছুই জানি না। হাসপাতাল কেন তারা ভাঙচুর চালালও তাও জানি না। তবে চিকিৎসকের কোনো ভুল নেই।’ মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখব।’

 

সর্বশেষ খবর