চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল সকালে দর্শনার আকন্দবাড়িয়া এলাকায় সুগন্ধা পরিবহনের ক্যারিয়ার থেকে মালিকবিহীন অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।