রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সিরাজগঞ্জে বোরো আবাদের ধুম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বোরো আবাদের ধুম

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে পুরোদমে শুরু হয়েছে বোরো রোপণ মৌসুম। জমি প্রস্তুত, চারা উঠোনো, রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া ভালো থাকলে বিঘাপ্রতি ২০-২৫ মণ ফলনের আশা করছেন কৃষকরা। সার, তেল, বিদ্যুৎ, হালচাষ ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় লাভ কম হওয়ার শঙ্কা করছেন তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক পরিবারের কেউ জমি থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করে হাল-চাষ করছেন। চারা রোপণ করছে অনেকে। কেউ চারা গাছ পরিচর্যা করছেন। সদর উপজেলার খোলাবাড়ী গ্রামের কৃষক আবদুর রহিম ও সাইফুল জানান, ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। হালচাষ ও পানি দিয়ে মাটি নরম করা হচ্ছে। এরপর চারা রোপণ করা হবে। সরাতৈল গ্রামের কৃষক আবদুল হাই ও আল-আমিন জানান, সরকার সার, বিদ্যুৎ তেলসহ অন্যান্য জিনিসের দাম কমালে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারতাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, চলতি বছর সিরাজগঞ্জে ১ লাখ ৪১ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৭০ শতাংশ জমিতে চারা রোপণের কাজ সম্পূর্ণ হয়েছে। উন্নত জাতের চার রোপণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যান্ত্রিক সরঞ্জামাদি ব্যবহার করে ধান রোপণ ও কাটতে হবে। তবেই উৎপাদন খরচ কমবে।

 

সর্বশেষ খবর