রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গতকাল প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদফতর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ও সদর উপজেলা প্রাণিসম্পদ দফতর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। খামারি ও উদ্যোক্তারা গরু, ষাঁড়, ঘোড়া, ছাগল, দুম্বা, গাঁড়ল, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শন করেন।

সর্বশেষ খবর