শিরোনাম
রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মোটরসাইকেল চলাচলে খসড়া নীতিমালা সংশোধনের দাবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে মোটরসাইকেল চলাচলে খসড়া নীতিমালা সংশোধন ও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি প্রদান দাবিতে মানববন্ধন করেছেন বাইক রাইডার্সরা।

বিরামপুর বাইক রাইডার্সের আয়োজনে গতকাল পৌর শহরের ঢাকামোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ কর্মসূচিতে সংগঠনের সদস্যসহ সাধারণ বাইকাররাও অংশ নেন। পরে সেখান থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী ৭০ শতাংশ মোটরসাইকেল চলে ১২৫ সিসির মধ্যে। এছাড়া সবখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় নিজ গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেলই আমাদের প্রধান বাহন। যেখানে দেশের সব শহরে অপরিকল্পিতভাবে রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা, লেগুনা, সিএনজি-মিশুক চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার স্পিডে। আর সেখানে মোটরসাইকেলের গতি ৩০ কিলোমিটার নির্ধারণ করা একেবারেই অপ্রত্যাশিত। এই নীতিমালা শহর ও মহাসড়কে চলাচলের নিরাপত্তা না বাড়িয়ে উল্টো ভোগান্তি বাড়াবে।

সর্বশেষ খবর