নারায়ণগঞ্জ ফতুল্লায় বখাটে ও তার সহযোগীরা প্রকাশ্যে জড়িয়ে ধরে লামিয়া (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে। লজ্জায় অপমানে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। লামিয়ার মৃত্যুর পরও বখাটেরা ছাত্রীর বাড়িতে চালিয়েছে তাণ্ডব। ঘটনার তিনদিন বখাটেদের ভয়ে চুপ ছিল স্কুলছাত্রীর পরিবার। তবে বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে খবর পৌঁছায় পুলিশের কাছে। পরে লামিয়ার বাড়ি পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন ফতুল্লা মডেল থানা পুলিশ। গত ১ মার্চ দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে দুই বখাটের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে স্কুলছাত্রী লামিয়ার বাবা আবদুর রহমান। নিহত লামিয়া কানাইনগর এলাকার আঃ রহিমের একমাত্র মেয়ে। সে স্থানীয় কানাইনগর সোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। এ বছর ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি ছিল লামিয়ার। বখাটে মোহনের বাবা পিয়ার আলী স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে ওঠাবসা রয়েছে বলে জানা গেছে। এ ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। লামিয়ার বাবা আবদুল রহিম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার পিয়ার আলীর বখাটে ছেলে মাহিন ওরফে মোহন (২৩) তার সহযোগী আল আমিনসহ ৪/৫ জনকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে লামিয়াকে কুপ্রস্তাব দেয়। প্রকাশ্যে জড়িয়ে ধরে শারীরিক নির্যাতন করে। পহেলা মার্চ দুপুরে স্কুল থেকে বাসায় আসার পথে লামিয়াকে কুপ্রস্তাব দিয়ে জোর করে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে মোহন। এদিন তাদের প্রতিহত করে দৌড়ে লামিয়া বাসায় চলে এলেও বখাটে মোহন দলবল নিয়ে বাসায় চলে আসে। মায়ের সামনেই লামিয়াকে অশ্লীল কথা বলে ডাকতে থাকে মোহন। বখাটে মোহনের সন্ত্রাসী কায়দায় এমন মারাত্মক উৎপাতে ভয়ে লামিয়া ও তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন।
শিরোনাম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ