সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ইউএনওর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

অধ্যক্ষের স্বাক্ষর ছাড়াই কলেজের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সাতজনের নামে করা মামলা প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঝিনাইদহ-যশোর মহাসড়কের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে গতকাল সকালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা চলা এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। পরে শিক্ষার্থীর মিছিল উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করায় গত ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। আদালত মামলাটি দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহকে তদন্তের নির্দেশ দিয়ে ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।
 

সর্বশেষ খবর