শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিনামূল্যে দাঁতের চিকিৎসা ওষুধ পেলেন ৫০০ রোগী

কুমিল্লা প্রতিনিধি

বিনামূল্যে দাঁতের চিকিৎসা ওষুধ পেলেন ৫০০ রোগী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁওয়ে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ওষুধ পেয়েছেন পাঁচ শতাধিক রোগী। মালিগাঁও ৫০ শয্যার হাসপাতালে গতকাল ঢাকা থেকে আসা ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার তত্ত্বাবধানে ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজক সূত্র জানায়, ক্যাম্পে দাঁত ও মুখগহ্বরের রোগ নির্ণয়, ব্যথামুক্তভাবে দাঁত তোলা, মুখমন্ডলের ক্ষত, টিউমার, ক্যান্সার শনাক্ত করা হয়। এ ছাড়া শিশুদের দাঁতের চিকিৎসা, গর্ভকালীন মায়েদের দাঁতের সমস্যা, মুখমন্ডল ও চোয়ালের জয়েন্ট ব্যথা, মাড়ির বেড়ে যাওয়া মাংস অপসারণ করা হয়। বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে খুশি রোগীরা। ফ্রি চিকিৎসা ক্যাম্পের টিম লিডার মেজর জেনারেল (অব.) ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে দাঁত সম্পর্কে সচেতন করতে ও দাঁতের যথাযথ চিকিৎসা দিতে এ আয়োজন।

তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধানের উদ্যোগে সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর