শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রভাবশালীদের দখলে যাত্রীছাউনি

নওগাঁ প্রতিনিধি

প্রভাবশালীদের দখলে যাত্রীছাউনি

নওগাঁর অধিকাংশ যাত্রীছাউনি প্রভাবশালীদের দখলে চলে গেলেও নীরব প্রশাসন। সরকার হারাচ্ছে রাজস্ব, চরম বিপাকে যাত্রীরা। জানা যায়, জেলার রাণীনগর উপজেলার খানপুকুর এলাকার তিন মাথা মোড়ের যাত্রীছাউনিটি স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি দখল করে মিল তৈরি করছেন। ইতোমধ্যে ওই ছাউনির সামনে টিনের ছাউনি তৈরি, সামনের অংশে ঢালাই ও ইট দিয়ে প্রাচীর গাঁথা হচ্ছে। ফলে যাত্রীছাউনিটি ব্যবহারের আর সুযোগ থাকছে না। বিশেষ করে প্রচ- রোদে কিংবা বর্ষায় কোনো যাত্রী রাস্তায় এসে এ ছাউনিতে আর আশ্রয় নিতে পারবে না। এভাবে প্রশাসনের তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানের যাত্রীছাউনি অবৈধ দখলের শিকার হয়ে পড়ে আছে। ছাউনিগুলো সংস্কার করলে যাত্রীরা পুনরায় ব্যবহার করতে পারত।

উপজেলার রাতোয়াল গ্রামের যাত্রী মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় যাত্রীছাউনিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে প্রভাবশালীরা যে-যার মতো দখল করে নিচ্ছে। কর্তৃপক্ষ ছাউনিগুলোর আধুনিকায়ন করলে দূরদূরান্তের যাত্রীরা কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, খানপুকুরসহ অন্য যাত্রীছাউনিগুলো উপজেলা প্রশাসনের আওতায় কি না খোঁজখবর নিয়ে দখলমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে। জেলা পরিষদের সচিব গোলাম শাহনেওয়াজ বলেন, জেলার ১১ উপজেলার যাত্রীছাউনির মধ্যে কিছু জেলা পরিষদের আর কিছু স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসনের আওতায় রয়েছে। রাণীনগরের বেদখল যাত্রীছাউনিগুলো জেলা পরিষদের হলে দখলমুক্ত করে সেগুলো আধুনিকায়ন করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানাব।

 

সর্বশেষ খবর