রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

মিঠাগঞ্জ ইউপি নির্বাচন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে নৌকা এবং হাতপাখা প্রতীকের সমর্থকদের মারামারির ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সম্মেলন করেছেন। এতে একে অপরকে দোষারোপ করা হয়েছে। তবে উভয় পক্ষের দাবি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। গত দুই দিনে কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে পাল্টাপাল্টি দুটি সংবাদ সম্মেলন করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নুর হোসেন তুহিন গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন কাজী হেমায়েত উদ্দিন হিরন ২৫ বছর ধরে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার তার কর্মী-সমর্থকরা তেগাছিয়া মীরবাড়ি এলাকায় ভোট চাইতে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও হাতপাখার সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এদিকে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে হামলাসহ বিভিন্ন অভিযোগ এনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন খান দুলাল সংবাদ সম্মেলন করেছেন।

সর্বশেষ খবর