রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নকল উত্তরপত্রসহ আটক ১

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা প্রশাসক দফতরের কয়েকটি পদে লোক নিয়োগের পরীক্ষায় নকল ও পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁসের ঘটনায় সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সূত্র জানান, জেলা প্রশাসক দফতরের ২৮ পদে ৫ হাজার ৬৮৫ জন আবেদন করেন। নীলফামারী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ ছাড়াও সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয় ও ছমির উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল এ পরীক্ষা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে বাজারে আসে। শুরু হয় বিভিন্ন মহলের দৌড়ঝাঁপ। পরীক্ষা শুরু হতে না হতেই উত্তর পৌঁছাতে শুরু করে পরীক্ষার্থীদের মোবাইল আর ডিভাইসে। এদিকে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ফয়সাল ইসলাম চৌধুরী নামে এক সার্টিফিকেট সহকারীর চাকরিপ্রত্যাশীকে হাতে লেখা উত্তরপত্রসহ আটক করা হয়েছে। পরে তাকে দুই দিনের জেল দেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর