সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রতিশোধ নিতে শিশুকে হত্যার পর যমুনার চরে বালুচাপা

না.গঞ্জে অটোচালক খুন, গ্রেফতার ৩

গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

গাজীপুরে দাদনের কিস্তি ও ঘর ভাড়া পরিশোধে বিলম্ব হওয়ার কারণে বাবা, বোন ও স্ত্রীকে অপমানের প্রতিশোধ নিতে মাদরাসার ছাত্রকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে ভাড়াটিয়া এক যুবক ও তার সহযোগীরা। গাজীপুর থেকে অপহৃত ওই শিশুর লাশ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চৌদ্দরশি এলাকায় যমুনা নদীর চরের শস্যখেতের বালুর নিচ থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। বিকালে জিএমপি উপ-কমিশনার (অপরাধ) মাহবুব-উজ-জামান গাছা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিহতের নাম তামজীদ হোসেন (৯) গাছা থানার কুনিয়া পাছর এলাকার সোবহান সরকারের ছেলে। গ্রেফতার সোহাগ হোসেন (২৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাখনের ছেলে। এদিকে গাজীপুরের পূবাইলের করমতলা এলাকা থেকে গতকাল সকালে নাজমা খাতুন (৩৬) নামে এক পোশাক শ্রমিকের লাশ তলাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নাজমা সিরাজগঞ্জের এনায়েতপুর জালালপুর গ্রামের মাহমুদ আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী ওমর ফারুক (৩৬) ময়মনসিংহের নান্দাইল থানার তেলিনা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক জানান, শনিবার রাতে ইউসুফ নামে এক চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালানোর সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মাহবুব, কাউছার ও আমিন।

সর্বশেষ খবর