মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মানিকগঞ্জে থামানো বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর মার্কেটের সামনে পার্কিং করা বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেক্ষদর্শীরা জানান, শিবালয় উপজেলার মহাদেবপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে কুষ্টিয়া রবিঠাকুরের কুঠিবাড়ী, লালনশাহ সেতুসহ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য বাসটি পৌর মার্কেটের সামনে পার্কিং করা ছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী, বাসের ড্রাইভার ও সাউন্ডের দুই ব্যক্তি গাড়িতে ছিল। বাসটির পেছনে অংশে রাখা জেনারেটর ও সাউন্ডসিস্টেম রাখা হয়। হঠাৎ জেনারেটরের পাশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে বাসে থাকা লোকজন দ্রুত গাড়ি থেকে নেমে যায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভান। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পৌর মার্কেটের সামনে পার্কিং করা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। কিভাবে গাড়িতে আগুন ধরেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

সর্বশেষ খবর