হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী খোয়াই। নদীটি দিয়ে এক সময় বড় বড় নৌকা চলাচল করত। এখন নৌকা চলাচল তো দূরের কথা শুকনো মৌসুমে পানি থাকে একেবারে তলদেশে। অব্যাহত দখল আর বাসা-বাড়ির ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খোয়াই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জানা যায়, খোয়াই নদীর চৌধুরী বাজার অংশসহ কয়েকটি স্পটে হবিগঞ্জ পৌরসভার আশপাশের এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ময়লা ছোট ছোট ভ্যানে করে সেখানে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে ভারী হয়ে উঠছে ওই এলাকার পরিবেশ। রাস্তা দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে রাখতে হয়। শুধু কিবরিয়া ব্রিজ এলাকাই নয়, হবিগঞ্জ শহরে আসা-যাওয়ার একমাত্র প্রধান মাধ্যম উমদা মিয়া ব্রিজ এলাকারও একই অবস্থা। এ ব্রিজের নিচ থেকে শুরু করে গোড়া পর্যন্ত ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া ব্রিজের গোড়ায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে মুরগির দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগ জানিয়ে আসছি। প্রতিনিয়ত সেখানে ময়লা ফেলায় পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌর এলাকার ময়লা-আবর্জনা অন্যত্র নিয়ে যেতে ডাম্পিং স্পট নির্মাণ করা হয়েছে। সেখানে ময়লা ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ময়লা সরানো হবে।
শিরোনাম
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
আবর্জনায় ভরাট খোয়াই তীর
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর