হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী খোয়াই। নদীটি দিয়ে এক সময় বড় বড় নৌকা চলাচল করত। এখন নৌকা চলাচল তো দূরের কথা শুকনো মৌসুমে পানি থাকে একেবারে তলদেশে। অব্যাহত দখল আর বাসা-বাড়ির ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খোয়াই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জানা যায়, খোয়াই নদীর চৌধুরী বাজার অংশসহ কয়েকটি স্পটে হবিগঞ্জ পৌরসভার আশপাশের এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ময়লা ছোট ছোট ভ্যানে করে সেখানে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে ভারী হয়ে উঠছে ওই এলাকার পরিবেশ। রাস্তা দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে রাখতে হয়। শুধু কিবরিয়া ব্রিজ এলাকাই নয়, হবিগঞ্জ শহরে আসা-যাওয়ার একমাত্র প্রধান মাধ্যম উমদা মিয়া ব্রিজ এলাকারও একই অবস্থা। এ ব্রিজের নিচ থেকে শুরু করে গোড়া পর্যন্ত ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া ব্রিজের গোড়ায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে মুরগির দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগ জানিয়ে আসছি। প্রতিনিয়ত সেখানে ময়লা ফেলায় পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌর এলাকার ময়লা-আবর্জনা অন্যত্র নিয়ে যেতে ডাম্পিং স্পট নির্মাণ করা হয়েছে। সেখানে ময়লা ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ময়লা সরানো হবে।
শিরোনাম
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
আবর্জনায় ভরাট খোয়াই তীর
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর