হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী খোয়াই। নদীটি দিয়ে এক সময় বড় বড় নৌকা চলাচল করত। এখন নৌকা চলাচল তো দূরের কথা শুকনো মৌসুমে পানি থাকে একেবারে তলদেশে। অব্যাহত দখল আর বাসা-বাড়ির ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খোয়াই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জানা যায়, খোয়াই নদীর চৌধুরী বাজার অংশসহ কয়েকটি স্পটে হবিগঞ্জ পৌরসভার আশপাশের এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ময়লা ছোট ছোট ভ্যানে করে সেখানে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে ভারী হয়ে উঠছে ওই এলাকার পরিবেশ। রাস্তা দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে রাখতে হয়। শুধু কিবরিয়া ব্রিজ এলাকাই নয়, হবিগঞ্জ শহরে আসা-যাওয়ার একমাত্র প্রধান মাধ্যম উমদা মিয়া ব্রিজ এলাকারও একই অবস্থা। এ ব্রিজের নিচ থেকে শুরু করে গোড়া পর্যন্ত ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া ব্রিজের গোড়ায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে মুরগির দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগ জানিয়ে আসছি। প্রতিনিয়ত সেখানে ময়লা ফেলায় পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌর এলাকার ময়লা-আবর্জনা অন্যত্র নিয়ে যেতে ডাম্পিং স্পট নির্মাণ করা হয়েছে। সেখানে ময়লা ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ময়লা সরানো হবে।
শিরোনাম
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
আবর্জনায় ভরাট খোয়াই তীর
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর