হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী খোয়াই। নদীটি দিয়ে এক সময় বড় বড় নৌকা চলাচল করত। এখন নৌকা চলাচল তো দূরের কথা শুকনো মৌসুমে পানি থাকে একেবারে তলদেশে। অব্যাহত দখল আর বাসা-বাড়ির ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খোয়াই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জানা যায়, খোয়াই নদীর চৌধুরী বাজার অংশসহ কয়েকটি স্পটে হবিগঞ্জ পৌরসভার আশপাশের এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ময়লা ছোট ছোট ভ্যানে করে সেখানে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে ভারী হয়ে উঠছে ওই এলাকার পরিবেশ। রাস্তা দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে রাখতে হয়। শুধু কিবরিয়া ব্রিজ এলাকাই নয়, হবিগঞ্জ শহরে আসা-যাওয়ার একমাত্র প্রধান মাধ্যম উমদা মিয়া ব্রিজ এলাকারও একই অবস্থা। এ ব্রিজের নিচ থেকে শুরু করে গোড়া পর্যন্ত ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া ব্রিজের গোড়ায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে মুরগির দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগ জানিয়ে আসছি। প্রতিনিয়ত সেখানে ময়লা ফেলায় পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌর এলাকার ময়লা-আবর্জনা অন্যত্র নিয়ে যেতে ডাম্পিং স্পট নির্মাণ করা হয়েছে। সেখানে ময়লা ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ময়লা সরানো হবে।
শিরোনাম
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
আবর্জনায় ভরাট খোয়াই তীর
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর