হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী খোয়াই। নদীটি দিয়ে এক সময় বড় বড় নৌকা চলাচল করত। এখন নৌকা চলাচল তো দূরের কথা শুকনো মৌসুমে পানি থাকে একেবারে তলদেশে। অব্যাহত দখল আর বাসা-বাড়ির ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খোয়াই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জানা যায়, খোয়াই নদীর চৌধুরী বাজার অংশসহ কয়েকটি স্পটে হবিগঞ্জ পৌরসভার আশপাশের এলাকার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ময়লা ছোট ছোট ভ্যানে করে সেখানে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে ভারী হয়ে উঠছে ওই এলাকার পরিবেশ। রাস্তা দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে রাখতে হয়। শুধু কিবরিয়া ব্রিজ এলাকাই নয়, হবিগঞ্জ শহরে আসা-যাওয়ার একমাত্র প্রধান মাধ্যম উমদা মিয়া ব্রিজ এলাকারও একই অবস্থা। এ ব্রিজের নিচ থেকে শুরু করে গোড়া পর্যন্ত ফেলা হচ্ছে আবর্জনা। এ ছাড়া ব্রিজের গোড়ায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে মুরগির দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগ জানিয়ে আসছি। প্রতিনিয়ত সেখানে ময়লা ফেলায় পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌর এলাকার ময়লা-আবর্জনা অন্যত্র নিয়ে যেতে ডাম্পিং স্পট নির্মাণ করা হয়েছে। সেখানে ময়লা ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ময়লা সরানো হবে।
শিরোনাম
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
আবর্জনায় ভরাট খোয়াই তীর
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর