দিনাজপুরের খানসামার কৌউগাঁও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। ছাদে দেখা দিয়েছে ফাটল। কোথাও খসে পড়েছে পলেস্তারা। বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ এমন ভবনে শিক্ষা কার্যক্রম চলায় আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সূত্র জানায়, ১৯৯১ সালে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কৌউগাঁও গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৭-৯৮ অর্থ বছরে এলজিইডি ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চার কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করে। প্রায় এক যুগ ধরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লেও সেখানেই ঝুঁকি নিয়ে চালছে পাঠদানসহ অফিসের কার্যক্রম। দিন দিন বাড়ছে ঝুঁকি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এ আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয় ভবনের এ অবস্থায় দিন দিন কমছে শিক্ষার্থী। অভিভাবকরা তাদের ছেলে-মেয়েকে অন্যত্র ভর্তি করছেন। বর্তমানে বিদ্যালয়ের ৯২ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক আছেন ছয়জন। সরেজমিনে দেখা যায়, ভবনের প্রতিটি পিলার, কক্ষের ছাদ ও বিমের প্লাস্টার খসে পড়েছে। মরিচা ধরা রডগুলো বের হয়ে আছে। অনেক স্থানে দেয়ালে ফাটল। শ্রেণিকক্ষে ছাদ থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর। বিদ্যালয় ভবনের এমন অবস্থার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিলা খাতুন, মারুফ হোসেনসহ কয়েকজন জানান, জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পড়ালেখা করছি। অনেক সময় মা-বাবা বিদ্যালয়ে আসতে নিষেধ করেন। ভবন খুব নাজুক হওয়ায় এখন পাশের টিনশেডে ক্লাস করছি। এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে। টিনশেড ভবন রাস্তার পাশে হওয়ায় শব্দ দূষণের শিকার হচ্ছি। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। প্রধান শিক্ষক মহসিন আলী জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর একতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ওই ভবনের অবস্থা খুবই নাজুক। ভবনটি ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে। ঝুঁকি নিয়ে কোনোভাবে পাঠদান চালিয়ে যাচ্ছি। পাশে একটি টিনশেড তৈরি করে তাতে ক্লাস নিতে হচ্ছে। শীত মৌসুমে সমস্যার সম্মুখীন হতে হয়। এখন গরমেও শিক্ষার্থীরা অতিষ্ঠ। কয়েকবার প্রাথমিক শিক্ষা অফিসে ভবন নির্মাণের জন্য লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত ভবন নির্মাণ করা না হলে শিক্ষার্থী সংকট দেখা দেবে। বিদ্যালয় সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী জানান, কৌউগাঁও পাঠানপাড়া সরকারি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলেই টেন্ডার হয়ে নির্মাণ কাজ শুরু করা হবে।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
জরাজীর্ণ ভবনে পাঠদান
আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক
মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম