শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন, একজন আটক

মডেল মসজিদে বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনায় গতকাল জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় মসজিদের দায়িত্বে থাকা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুল হালিমকে আটক করা হয়েছে। ওই কক্ষে রাখা তার ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আবদুল হালিমের দাবি, ব্যাগে বডি ¯েপ্রর বোতল ছাড়া অন্য কিছু ছিল না। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, বুধবার রাতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা অত্যাধুনিক স্ক্যানার যন্ত্র নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের ভাষ্যমতে, বিস্ফোরণস্থলে কোনো বিস্ফোরকের উপস্থিতি মেলেনি। তবে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। ঢাকায় নিয়ে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দেবে।

সর্বশেষ খবর