শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মোটরসাইকেল পার্কিংয়ে জনদুর্ভোগ

কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়ায় সড়কের ওপর যেখানে সেখানে রাখা হচ্ছে মোটরসাইকেল। এতে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। এ নিয়ে চালক এবং পথচারীদের মধ্যে বাগবিতণ্ডা, হাতাহাতির ঘটনাও ঘটছে। বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের জনবহুল এলাকায় মোটরসাইকেল রেখে সড়ক দখল করা হয়। এতে অন্য যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। জনদুর্ভোগ নিরসনে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করলেও তা আমলে নিচ্ছেন না বাইকচালকরা। জানা যায়, কলাপাড়া উপজেলার বিভিন্ন সড়কে ২ হাজারের বেশি মোটরসাইকেল এবং ১২০০ থেকে ১৫০০ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহনের মধ্যে অর্ধেকের বেশি চলাচল করছে পৌর শহরে। চালকরা যাত্রীর আশায় পৌর শহরের মনোহরীপট্টি, নতুন বাজার, কুমারপট্টি, স্বর্ণকারপট্টি, কাপুড়িয়াপট্টি, ফেরিঘাট ও চৌরাস্তায় সড়কের দুই পাশে এসব যানবাহন রাখেন।

 

সর্বশেষ খবর