ফরিদপুরের পৌর এলাকার লঞ্চঘাট জোড়া ব্রিজসংলগ্ন স্থানে জনবহুল রাস্তা কেটে পুরো সড়কজুড়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। সরকারি জায়গায় থাকা দোকান ঘর রক্ষায় প্রভাবশালী একটি মহল বাধা দেওয়ায় ঠিকাদার মূল রাস্তা কেটে ড্রেন নির্মাণ কাজ করছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনবহুল রাস্তা কেটে ড্রেন নির্মাণের ঘটনায় হতবাক শহরবাসী। সরেজমিন গিয়ে দেখা গেছে, পূর্বখাবাসপুর লঞ্চঘাট জোড়া ব্রিজসংলগ্ন সরকারি জায়গায় দোকান ঘর উত্তোলন করে প্রভাবশালী একটি মহল। এ স্থানে একটি ব্রিজ থাকার সময়ই উক্ত দোকান ঘর উত্তোলন করা হয়। পরে সেখানে আরেকটি ব্রিজ হলে দোকান ঘরের কারণে যানবাহন ও পথচারীদের যাতায়াত কষ্টকর হয়ে পড়ে। দুটি ব্রিজের একাংশে সড়কটি সরু থাকায় এবং দোকানের কারণে যানবাহন দেখা না যাওয়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। পৌর মেয়র অমিতাভ বোস বলেন, ড্রেনের কাজটি আমি বন্ধ রাখতে বলেছি। এ জায়গা একবার মাপ দিয়েছি এবং আবার মাপ দিয়ে পৌরসভার যেটুকু আছে সেটুকু জায়গার স্থাপনা ভেঙে দেওয়া হবে। এদিকে সরকারি রাস্তা দখল করার বিষয়ে গেলে দোকান ঘর উত্তোলনকারীরা কথা বলতে চাননি।