গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের কালিকাডোবা পাড়া থেকে নার্গিস আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ রবিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। গতকাল লাশটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা সবুজা বেগম জানান, এক বছর আগে কালিকাডোবার ইউসুফ হাসানের সঙ্গে নার্গিসের বিয়ে হয়। বিয়ের পর থেকে গাড়ি কেনার জন্য ২ লাখ টাকা দাবি করে জামাই ও শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত। রবিবার আমরা খবর পাই নার্গিস শ্বশুরবাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আমাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার তালুকফলগাছা গ্রাম থেকে যখন গোবিন্দগঞ্জ পৌঁছাই তখন দুপুর হয়ে যায়। গিয়ে দেখি লাশ থানায় রাখা হয়েছে। সেখানে উপস্থিত লোকজন ও পুলিশ মামলার নামে কাগজে আমার সই নেয়। পরে জানতে পারি সেটা অপমৃত্যু মামলা।
সবুজার দাবি, তার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজারউদ্দিন বলেন, গৃহবধূর মৃত্যু ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধারের সময় মৃতের স্বামী ইউসুফ হাসানকে থানায় কথা বলার জন্য নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।