ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর আবদুল কাদের দারুস সুন্নাহ্ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় উপজেলার সব মসজিদের ইমামদের নিয়ে গতকাল সকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ইমামদের পদভারে মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। হাবিবপুর গ্রামের ব্যবসায়ী মো. রোকনুজ্জামানের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।