হবিগঞ্জের মাদকসম্রাট সৈয়দ আলীকে (৪৭) গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার সৈয়দ আলী হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. আলমগীর।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে বড় বহুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৮০০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয় সৈদয় আলীকে। এসআই আলমগীর জানান, সৈয়দ আলী হবিগঞ্জের টপ মাদক সম্রাট। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।