বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ছাড়পত্র ছাড়াই পলিথিন উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে প্লাস্টিক ও পলিথিন রিসাইক্লিং (পুনর্ব্যবহারের উপযোগী করে পণ্য তৈরি) কারখানা। উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় গড়ে ওঠা এই কারখানাটি শিশু-কিশোর শ্রমিক দিয়ে চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। জানা যায়, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পৌর শহরের হবীর মোড় এলাকায় সড়ক ঘেঁষে জিএস প্লাস্টিক কারখানা গড়ে উঠেছে। সেখানে রিসাইক্লিংয়ের জন্য রোদে শুকাতে দেওয়া পলিথিনগুলো কয়েকজন শ্রমিক মিলে বাছাই করছেন। সামান্য বাতাস হলেই এসব পলিথিনগুলো উড়ে যাচ্ছে পাশের ব্যবসাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও সড়কে। ফলে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ।

সর্বশেষ খবর