মৌলভীবাজারে সমাজপতিদের বাধায় ঘর ছাড়া সেই নবদম্পতি পলি আক্তার ও ইমন মিয়াকে বাড়িতে ফিরিয়ে দিল পুলিশ। বুধবার বিকালে জেলার সদর মডেল থানার পুলিশ তাদের বাড়িতে দিয়ে যায়। এর আগে দুপুরে মডেল থানার পুলিশ সব পক্ষকে নিয়ে থানায় বসে এর সমাধান করে। সকালে ওই নবদম্পতি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সাহায্য চেয়েছিলেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী বলেন, ‘সব পক্ষকে নিয়ে আমরা থানায় বসে বিষয়টি সমাধান করেছি। নবদম্পতি এখন বাড়িতেই আছেন।’